শেষ ওভারে আরিফুলের ৪ ছক্কায় খুলনায় জয়

Spread the love

শেষ ওভারে আরি’ফুল হকের চার ছক্কায় দুর্দা’ন্ত জয় পেলো জেমকন খুলনা। তামিমের ফরচুন বরিশালকে তারা হারিয়েছে ৪ উইকেটে। দল জিতলেও নিষেধা’জ্ঞা শেষে ফেরার ম্যাচ স্মরণীয় করে রাখতে পারেন নি সাকিব আল হাসান। ফরচুন বরিশালের বিপক্ষে তার ব্যা’ট থেকে এসেছে ১৫ রান। মিরপুরে বরিশালের ১৫৩ রানের টার্গেট ১ বল ও চার উইকেট হাতে রেখেই টপকে জায় জে’মকন খুলনা।

টস হেরে ব্যাটিংয়ে নেমে ই’নিংসের প্রথম বলেই আউট হন মেহেদি মিরাজ। পারভেজ ইমন’কে নিয়ে ইনিংস গড়ার চেষ্টা করেন অধিনায়ক তামিম ইকবাল। টি-২০ ক্রি’কেটে ধীর গতির ব্যাটিং কোরে সমালোচিত তামিম, এদি’ন ১৫ বলে করেন ১৫ রান। তবে যুব বিশ্বকাপজয়ী ইমন ৪২ বলে ৫১ রানে’র দারুণ ইনিংস খেলেন। বল হাতে আক্রমণে এসে নি’জের দ্বিতীয় ওভারেই আফিফ হোসেনের উইকেট তুলে নেন সাকিব।

শেষদিকে তৌ’হিদ হৃদয়ের ২৭ ও অঙ্কনের ২১ রানে, বরি’শালের সংগ্রহ দাঁড়ায় ৯ উই’কেটে ১৫২ রান।

 

জবাবে তাসকিন-সুমন খানদে’র বোলিং তোপে পড়ে খুলনা। বি’জয় ৪ এবং ইমরুল আউট হন শূন্য রানে। ও’য়ান ডাউনে নামা সাকিব ১৩ বলে ১৫ রান কো’রে আউট হন। মাহমুদউল্লাহ, মিরা’জের শিকার হয়ে ফিরে যান ১৭ রানে। মাঝে জ’হুরুল ইসলাম দায়িত্ব নিয়ে খেলেছেন। তবে’ রাব্বি ব্যক্তিগত ৩১ রানে তাকে সা’জঘরে পাঠান।

তবে ধৈর্য ধরে এক’প্রান্ত আগলে রাখেন টি-২০ স্পেশালিষ্ট আরি’ফুল ইসলাম। শামীম হোসেনের ১৮ বলে ২৬ রা’নের ইনিংস খুলনাকে জয়ের স্ব’প্ন দেখায়। তবে নাটকীয়তা সব জমা ছিলো শেষ ওভা’রে। জয়ের জন্য মাহমুদউল্লাহ’র দলের দর’কার ছিলো ২২ রান। মেহেদি মি’রাজের ওভারে চার ছক্কায় দলের জয় নিশ্চিত ক’রেন আরিফুল। ৪৮ রান কোরে ম্যাচ সেরা’ও হন এই ব্যাটসম্যান।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »