প্রকৃতি ও নীতির অবক্ষয়ে ‘‘জুনোটিক স্পিল ও ভার”

Spread the love

প্রকৃতি নীতির অবক্ষয়ে ‘‘জুনোটিক স্পিল ও ভার

প্র্রাণিবিদ . আকন্দ মোহাম্মদ রফিকুল ইসলাম

যদি উহানের বাজারে (1)

অখাদ্য, অসুস্থ্য বাদুর আর প্যাঙ্গোলিন

বিক্রি হয় প্রতিদিন

যদি হয় বাদুর আর প্যাঙ্গোলিনের ভাইরাস

মিলেমিসে একরাশ

হতে পারে সৃষ্ট নতুন এক ভাইরাস

তখন থাকবে না সুন্দর ধরাধাম

বলেছেন প্রাণিবিদ অ্যান্ড্রু কানিংহাম । (2)

বন্যেরা বনে সুন্দর

খাবার টেবিলে নয়

দিনে দিনে আক্রমনে

বাদুরের শরীরেও পড়তে পারে প্রভাব

হতে পারে ‘‘জুনোটিক স্পিল ওভার ”(3)

যার ফলে ‘‘করোনা’’ কি হতে পারে না?

আল্লাহর প্রকৃতি

ভালবাসো যথারীতি

হঠকারীকে প্রকৃতি ছাড়ে না (4)

প্রকৃতিকে বেইজ্জতি করোনা

মরার আগে মরো না।

প্রকৃতিকে করেছি জয়

এমন বুলি আর নয়

প্রকৃতিকে জয় নয়

করো প্রকৃতির সাথে সন্ধি

থাকতে হবে না তবে বন্দি।

স্যার জগদীশ আর পিটার (5) বলেন ‘‘প্রকৃতি সজীব”

বিপক্ষের বদলা সে নিবেই

তাই বাড়াবাড়ি না করলে বেঁচে যাবে বংশ

সীমালঙ্গনকারীকে আল্লাহ করেন ধ্বংশ ।(6)

মানুষ নিষেধের বেড়াজালে বন্দি যখন

বায়ু –শব্দ-পানি দূষণ কমলো তখন

সাগরে ডলফিনের হানিমুন আয়োজন

মাছেরা স্বচ্ছ জলে,পশু-পাখী জঙ্গলে

করে আনন্দ এখন।

হু বলেছে দরকার(7)

সহায়তা পরস্পর

জিজেক-এর মতে(8)

সংকটে সমন্বিত রাষ্ট্র জোড়দার।

ইয়োভাল-এর মতে(9)

ভাল কিছু হয় বিশ্বাস হতে

বিশ্ব আসুক এক ছায়ায়

‘‘চীরকুট” -এর গান গাওয়ায়(10)

‘‘এক সাথে দূরে থাকি, বিশ্বাসে কাছাকাছি”

পাশে থাকি সরকার ও জনতার।

বাড়ছে বিশ্বাস অঞ্চলে উপত্যকায়

রাশিয়ার সহায়তা আমেরিকায়

সার্ক-দেশগুলো একই ছায়ায়

আরও কত বিশ্বাস কে জানে কোথায়?

প্রকৃতির পাশপাশি

অবক্ষয় হচ্ছে নীতি

প্রকৃতি ও নীতি

রক্ষণ যথারীতি

নেই কোন ভীতি

পরাজিত হবে ‘‘করোনা”।

ফয়লা মামার ‘‘পুশ”
ময়লা টাকার ঘুষ
পরিহার কেন করোনা?
পরনারী ধরো না
চুরি-চামারি করো না
অনিয়মটা কেন ছাড়ো না?

‘‘করোনা” ‘‘করোনা”
হাত দিয়ে ধরোনা

বোখারী হাদিস মেনে(11)

ছুটাছুটি করোনা।

ঘরে বসে আল্লাহকে ডাক

পড়ো আর লেখ কর অংগীকার তব

‘‘আরও ভাল হবো”।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »