ঢাবির ভর্তি পরীক্ষা বিভাগীয় শহরে, পরিবর্তন নম্বর বণ্টনেও

Spread the love

বৈশ্বিক ম’হামারি করোনা পরিস্থিতিতে ২০২০-২১ শি’ক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা সব বিভাগীয় শহরে নে’ওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক’র্তৃপক্ষ। সোমবার (২৩ নভেম্বর) স’কালে ঢাবির ভর্তি কমিটির মি’টিংয়ে এ সিদ্ধান্ত হয়েছে। এ’কই সঙ্গে পরি’বর্তন আনা হয়েছে ভ’র্তি পরীক্ষার ন’ম্বর বণ্টনেও।

কমিটির সি’দ্ধান্ত অনুযায়ী, এবারের ভর্তি পরীক্ষায় ক, খ, গ, এবং ঘ এই চা’র ইউনিটে মোট ১০০ নম্বরের প’ক্ষা অনুষ্ঠিত হবে। যার মধ্যে ৪০ ন’ম্বরের এমসিকিউ (বহু নির্বাচনী), ৪০ নম্বরের লিখিত এবং এ’সএসসি ও এইচএসসি পরীক্ষার ফ’লাফলের ওপর ২০ নম্বর থাকবে।

সংশ্লি’ষ্ট সূত্রে জানা গেছে, মিটিংয়ে সর্বসম্মতিক্রমে বিভা’গীয় শহরে ভর্তি পরীক্ষা নেওয়ার বিষয়টি গৃহীত হ’য়েছে। পরীক্ষা মোট ১০০ ন’ম্বরের ওপর হবে তাও গৃহীত হয়েছে। সংশ্লিষ্ট অ’নুষদের ডিনরা ঠিক করবেন পরীক্ষার সময় ও বি’ষয়ভিত্তিক প্রশ্ন।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »