অর্থনীতির চাকা সচল রাখার প্রচেষ্টার প্রশংসা করলেন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত

Spread the love

সংসদ ভবনে স্পি’কার ড. শিরীন শারমিন চৌধুরীর স’ঙ্গে সাক্ষাৎ করে কোভিডকা’লীন সময়ে সরকারের অর্থ’নীতির চাকা সচল রাখার প্রচেষ্টা এবং এসডিজি অ’র্জনে বাংলাদেশের অগ্রগতির প্র’শংসা করেন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত না’থালি শিউআখ। এক’ইসঙ্গে সকল রকম সতর্কতা মেনে স’ফলতার সাথে সংসদ অধি’বেশন সম্পন্ন করায় স্পিকারের প্রশং’সা করেন তিনি।

সংস’দ অধিবেশনের অবকাশে সং’সদ ভবনে স্পিকারের কা’র্যালয়ে গতকাল সৌজন্য সা’ক্ষাৎকালে সুই’জারল্যান্ডের রাষ্ট্রদূত এ প্রশংসা করেন।

এসময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধু’রী বাংলাদেশের অর্থনৈতিক উ’ন্নয়ন ও ব্যবসা বাণিজ্যের প্র’সারে সুইজারল্যান্ডের ধারাবাহিক স’হযোগিতা কামনা করেন। না’থালি শিউআখ বাংলাদেশকে অ’ন্যতম গুরুত্বপূর্ণ বন্ধু’প্রতীম দেশ হিসেবে অভিহিত করে বলেন’, দুই দেশের মধ্যে সহযোগিতা অ’ব্যাহত থাকবে।

রা’ষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে ড. শিরীন শার’মিন চৌধুরী বলেন, নারীর ক্ষমতায়নের উ’জ্জ্বল দৃষ্টান্ত বাংলাদেশ। বর্তমানে সংসদে ২৩ জন নির্বা’চিত নারী সংসদ সদস্যসহ ৫০ জন সং’রক্ষিত নারী সংসদ সদস্য র’য়েছেন। প্র’ধানমন্ত্রী, বিরোধীদলীয় নেত্রী, স্পিকার-এর তিন’জনই নারী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কো’ভিডকালীন সময়েও অ’র্থনৈতিক চা’কা সচল রাখতে ও উন্নয়নের ধারাবাহিকতা র’ক্ষায় মানুষের দৈনন্দিন জীবন স্বাভাবিক রাখতে প্রণো’দনা ঘো’ষণা করেছেন। অ’নেক সমস্যা থাকা সত্ত্বেও মিয়ানমারের রোহিঙ্গা শরণা’র্থীদের আশ্রয় দিয়ে ও তাঁদের প্রতি মা’নবিক ভূ’মিকা রেখে বিশ্বের বু’কে দৃষ্টান্ত স্থাপন করেছেন ‘মানবতার মা’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সা’ক্ষাৎকালে তাঁরা দেশের অ’র্থনৈতিক উন্নয়ন ও ব্যবসা বা’ণিজ্যের প্রসার, কোভিডকালীন বাং’লাদেশে অনুষ্ঠেয় সংসদ অধি’বেশন, বাংলাদেশে নারীর ক্ষ’মতায়ন, অভিবাসন ইস্যু, এ’সডিজি অর্জনে বাংলাদেশের অ’গ্রগতি নিয়ে আলোচনা করেন। এ’সময় সংসদ সচিবালয়ের ঊ’র্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »