বাংলা শেখাচ্ছেন পাকিস্তানিদের তামিম

Spread the love

পাকিস্তান সু’পার লিগের (পিএসএল) খে’লতে দেশটিতে গিয়ে ভা’ষাগত সমস্যায় পড়েছেন বাং’লাদেশের ওয়ানডে অ’ধিনায়ক তামিম ইকবাল বি’ষয়টা এমন নয়। তি’নি উর্দু-হিন্দিতে মো’টামুটি কথা বলতে পারেন। এ’ইতো সেদিন তা’মিমকে উর্দু বলার জন্য স’মালোচিত হয়েছেন পা’কিস্তানের ধা’রাভাষ্যকার রমিজ রাজা। ত’বে ইংরেজিতে তুখোড় এই ক্রি’কেটার পাকিস্তানিদের শে’খাচ্ছেন বাংলা ভাষা।

পিএসএল-এর ফা’ইনালে উঠেছে তামিম ই’কবালের দল লাহোর লা’হোর কালান্দার্স। ফা’ইনালে উঠার ক্ষেত্রে তা’মিমের খুব একটা ভূমিকা নেই। কা’রণ হুট করে এক জায়গায় উ’ড়ে গিয়ে পারফর্ম করা স’ম্ভব নয়।

সম্প্র’তি পাকিস্তানের একটি গণমাধ্যমকে দে’ওয়া সাক্ষাৎকারে তামিম বলেন, ‘আ’মি উভয় ভাষাই ব্যবহার করি। আ’মরা সাধারণত ইং’রেজিতে কথা বলি, আর আমি হি’ন্দি-উর্দুতে কিছু কথা বলার চে’ষ্টা করি। জা’নি না আমি এটা কত ভা’লো বলতে পারি। আমি তা’দের কিছু বাংলাও শেখানোর চেষ্টা করি। তা’দের কেউ কেউ কিছু বাংলা বল’তে পারে।’

সা’ক্ষাৎকারে সঞ্চালক তামিমকে উ’র্দু ভাষায় কথা বলার অনুরোধ ক’রলে তামিম তা না’কচ করে দিয়ে বলেন, ‘আ’মি উর্দু বলতে পা’রব না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড থে’কে নির্দেশনা আছে শুধু ইংরে’জি ও বাংলা বলার। আ’মি কিছু উর্দু পারি। দু’ই-একটা শব্দ বল’তে পারি।’

পা’কিস্তানের সেরা খেলোয়াড়দের নিয়ে তি’নি বলেন, ‘পাকিস্তানের সে’রা খেলোয়াড়দের সাথে খে’লতে পেরে আমি ভা’গ্যবান। যদি নাম ব’লতে বলেন, শহীদ আফ্রিদি, শোয়েব মা’লিক। আমি ঢাকা লি’গের একটি ম্যাচে মোহা’ম্মদ ইউসুফের সা’থেও খেলেছি।’



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »