ফেনীতে ক্রিকেটার বাছাইয়ের কার্যক্রম সম্পন্ন

Spread the love

ভবিষ্যৎ প্রজ’ন্মের ক্রিকেটার খুঁজে বের করতে জেলা প’র্যায়ে ক্রিকেটার বাছাইয়ের অং’শ হিসেবে ফেনীতে বা’ছাই কার্যক্রম সম্পন্ন করেছে বাংলাদেশ ক্রি’কেট বোর্ড। প্রতি বছর এ’ই বাছাই পর্বে ৭০০ থেকে ৮০০ প্রতি’যোগী অংশ নিলেও এবার ক’রোনার কারণে তা অর্ধেকে নে’মে এসেছে।

ফেনীর ভাষা শহীদ আ’বদুস সালাম স্টেডিয়ামে বাছাই পর্বে অ’নূর্ধ্ব ১৪, ১৬ ও ১৮ এই তিনটি গ্রুপে চ’লে বাছাই কার্যক্রম। তি’নটি গ্রুপের প্রতিটি থেকে প্রা’থমিকভাবে ৩৫ জন করে মোট ১০৫ জন ক্রিকেটার বা’ছাই করা হয়। প্রাথমিকভাবে বাছাই’কৃতদের স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হও’য়ার পর চূড়ান্তভাবে মনোনীত ক’রে জেলা পর্যায়ে প্রশিক্ষণ দেবে বি’সিবি।

এর আ’গে প্রায় ৩৫০ জন প্রতিযোগী তা’দের অনুশীলন ও খেলার ভিডিও ফু’টেজ জমা দেন বাছাই পর্ব প’রিচালকদের কাছে। এরপর সেখান থেকে বাছাই ক’রা হয় ১৯০ জনকে। সেই ১৯০ জন থে’কে এবার বাছাই করা হলো ১০৫ জ’নকে। ক্রিকেট দলের কোচ মমি’নুল হক এই বাছাই কার্যক্রম পরি’চালনা করেন। এ ছাড়া উপস্থিত ছি’লেন জেলা কো’চ রিয়াজ উদ্দিন রবিন।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »