ভুট্টোর মৃত্যু বার্ষিকীতে তাঁকে নিয়ে লেখা। আমিরুজ্জামান

Spread the love

২৯ মে, ঝালকাঠি-২ আসনের প্রয়াত সংসদ, জননন্দিত নেতা জুলফিকার আলী ভূট্টো মহোদয়ের মৃত্যু দিবসে অকুন্ঠ শ্রদ্ধা।

জুলফিকার ভূট্টো
********************
জন্ম নয় কর্মে নিজেকে করেছো নিঃশেষ,
স্মরণে রাখবে তোমায় পুরো বাংলাদেশ।
যাচিছি তোমার প্রেম, তখন ছিলাম ছোট্ট,
আজো তোমায় ভুলিনি, জলফু ভূট্টো।

দেহে তোমার মাটির ঘ্রাণ,
উজাড় করে নিজ প্রাণ,
ভালবেসেছো এ মাটির সম্মান,
তুমিতো মা-মাটির সন্তান।

তোমার ছিল উন্নয়নের নেশা,
তুমি দিলে অভূতপূর্ব দিশা,
আজো টানো তুমি এ মানবের মায়া,
স্পষ্টই তুমি নও আবছায়া।

আঁধার এ আঙ্গিনায় জ্বালালে দ্বীপশিখা,
মৃত্যু তোমার বদলেছে ভাগ্যরেখা।
সৌহার্দ্য, সম্প্রীতিরা হয়ে বড় একা,
আপসোসে পোড়ায়, ইতিহাসের লেখা।

পরশে আজো পাই তোমার ছোঁয়া,
নিশ্চিহ্ন প্রাণহীন তোমার কায়া।
নেই পাশে আমার হাতটি ধরে,
নাও তবু আমার প্রাণ কেঁড়ে।

তোমারই আমজনতা,
আজো করে নত মাথা,
তোলে হাত, স্মরিয়া তোমার শতকথা।
ভাল থেকো স্বর্গে, হে মহান নেতা।

লেখক:
মো:আমিরুজ্জামান।
সহকারী শিক্ষক; গোহাইল বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়।
কাটাখালী,নলছিটি,ঝালকাঠি।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »