নলছিটিতে শাবাব ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় লাশ দাফনকাজ সম্পন্ন।

Spread the love

নলছিটিতে শাবাব ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় লাশ দাফনকাজ সম্পন্ন।

নলছিটি থেকে: সাংবাদিক মু: মনিরুজ্জামান মুনির।

গত ২৬ মে নলছিটি উপজেলার ৪নং রানাপাশা ইউনিয়নের রানাপাশা গ্রামের আব্দুল মজিদ খানের পুত্র আলহাজ্ব মোঃ মনিরুজ্জামান ওরফে মানিকের লাশ দাফনকাজ সম্পন্নের মধ্য দিয়ে শাবাব ফাউন্ডেশনের ৩য় লাশ দাফনকাজ সম্পন্ন হলো।

ঢাকার জিনজিরার ব্যবসায়ী মানিক হৃদ রোগে আক্রান্ত হয়ে আজ সকালে ঢাকার একটি ক্লিনিকে ইন্তেকাল করেন( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজীউন)। তার লাশ নলছিটির রানাপাশা গ্রামে এনে দাফন দেয়া হবে এ খবর প্রকাশের পর ওই গ্রামের দাফনকাজ সম্পন্নের সাথে জড়িতরা অস্বীকার করে। এর প্রেক্ষিতে নলছিটি শাবাব ফাউন্ডেশনের ১০ সদস্যদের প্রতিনিধি দল তার দাফনকাজ সম্পন্ন করেন।

এর আগে ১৭মে নলছিটি পৌরসভার নাঙ্গুলী গ্রামের মৃত্যু তছলিম উদ্দীন খান করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করলে তার লাশ দাফনকাজও শাবাব ফাউন্ডেশনের উদ্যোগে সম্পন্ন হয়। তার আগে সুবিদপুর ইউনিয়নের ভোজপুর গ্রামের নাসির উদ্দীন নামের এক যুবক শ্বাসকষ্ট ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা গেলে এলাকার লোকজন দাফনকাজ সম্পন্ন করতে অস্বীকৃতি জানালে শাবাব ফাউন্ডেশন তার দাফনকাজ সম্পন্ন করে।

তিনটি দাফনকাজে সাংবাদিক মুঃ মনিরুজ্জামান মুনির (সাবেক কাউন্সিলর,নলছিটি পৌরসভা) সহযোগী হিসেবে উপস্থিত ছিলেন।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »