রুল শুনানি হবে ১৪ অক্টোবর: পরীক্ষা ছাড়াই বিচারপতির ছেলে আইনজীবী

Spread the love

আজকের ঝলক আইন আদালত :

আইনজীবী- অন্তর্ভুক্তির পরীক্ষায় পাশ না করার পরেও পরও একজন বিচারপতির ছেলেকে সরাসরি হাইকোর্টের আইনজীবী হিসেবে গেজেট প্রকাশ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা-জানতে চেয়ে জা;রি করা রুলের পর;বর্তী শুনানির জন্য ১৪ অক্টোবর দিন নির্ধারণ করেছেন  হাইকোর্ট ।

৪ অক্টোবর বিচারপতি গোবিন্দ্র চন্দ্র ঠাকুর ও বিচারপতি ম ‘হাম্মাদ উল্লাহের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আ;দেশ দেন।

রিট আবেদটিতে- বলা হয়, বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষায় কয়েকবার অংশ নিয়েও কৃতকার্য হতে পারেনি হাইকোর্টের এক বিচারপতির ছেলে জুম্মান সিদ্দিকী। অথচ তাকে সরাসরি হাইকোর্টের আইনজীবী হিসাবে অন্তর্ভুক্ত করে গত বছরের ৩১ অ;ক্টোবর গেজেট প্র;কাশ করা হয়েছে।

এর প্রেক্ষি;তে রিটে ওই গেজেট এবং ১৯৭২ সা;লের বাংলাদেশ বার কাউন্সিল অর্ডারের ২১(১)(খ) ও ৩০(৩) ধারা চ্যালেঞ্জ করা হয়েছে। জুম্মান সিদ্দিকীসহ বার কাউন্সিলের সংশ্লিষ্টদের রিটে বিবা;দী করা হয়।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »