অতিরিক্ত আমিষ খেয়ে মিষ্টি মুখার্জির মৃত্যু

Spread the love

বলি’উডের বাঙালি অভিনে’ত্রী মিষ্টি মুখার্জি আর নেই। গ’ত শুক্রবার রাতে বেঙ্গা’লুরুতে কিটো ডা’য়েটের ফলে’ কিডনি’র কার্য’ক্রম বন্ধ হয়ে মা’রা যান এই অভি’নেত্রী। শনিবার সকা’লে তার শেষ’কৃত্য সম্পন্ন হয়ে’ছে।

বলিউ’ডের বেশ কয়ে’কটি ছবি ও মিউজি’ক ভিডিওতে কাজ ক’রেছেন মিষ্টি মুখা’র্জি।

অভি’নেত্রীর পারিবারিক সূ’ত্রে খবর, বেশ কিছুদি’ন ধরে কি’টো ডায়েট বা প্রো’টিনে ডায়েট মেনে চলছি’লেন তিনি। তা থে’কেই কি’ডনি ফেইলিওর হয়ে প্রা’ণ হারা’লেন মিষ্টি। বেশ ক’য়েক মাস ধরেই কি’ডনির অসুখে ভুগ’ছিলেন তিনি।

পরিবা’রের পক্ষ থেকে একটি শো’ক বার্তায় বলা হয়ে’ছে, একটানা কি’টো ডা’য়েটের ফলেই কিডনির সম’স্যা ধরা পড়ে মি’ষ্টির। কি’টো ডায়েট মূ’লত ওজন কমানো’র জন্য কার্বোহা’ইড্রেট বা শর্করা খা’দ্যের পরিমাণ এক’দম কমিয়ে প্রচুর পরিমা’ণে প্রোটিন বা আ’মিষ খাওয়া হয়। যা অ’ত্যন্ত ঝুঁকিপূ’র্ণ। এ থেকে কি’ডনি, লিভার, গল’ব্ল্যাডার, থাই’রয়েড ইত্যাদি’র গুরুতর স’মস্যা কিংবা মৃ’ত্যুও ঘটতে পারে।

‘ম্যা’য় কৃষ্ণা হুঁ’, ‘লাইফ কি তো ‘লগ গ্যয়ি’র মতো সি’নেমাগুলোতে পার্শ্ব’চরিত্রে অভিন’য় করেছেন মিষ্টি মুখার্জি। কাজ করে’ছেন তেলু’গু সিনেমা’তেও। সিনে’মায় ‘আইটেম গার্ল’ হি’সেবে কাজ করে জন’প্রিয়তা লাভ ক’রেন তিনি।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »