জগন্নাথপুরে লেগুনার ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত হওয়ার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা

Spread the love

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা কলকলিয়া ইউনিয়নে শাহপরান মডেল হাই স্কুলের ৮ম শ্রেণির ছাত্র ইমন আহমদ শুক্রবার (২ অক্টোবর) বাইসাইকেল নিয়ে বাড়ি থেকে জগন্নাথপুর বাজারের যাওয়ার উদ্দেশ্য বের হলে জগন্নাথপুর-সুনামগঞ্জ আ লিক মহাসড়কের হিজলা নামক স্থানে পৌঁছা মাত্র বিপরীত দিকে থেকে আসা বেপরোয়া একটি লেগুনা গাড়ীর ধাক্কায় ঘটনাস্থলে ইমন আহমদ মারা যায়।

রবিবার (৪অক্টোবর) দুপুরে নাদামপুর, মজিদপুর ও হিজলা গ্রাম বাসীর উদ্যোগে নাদামপুর পয়েন্টেএ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্টিত হয়েছে। শাহপরান মডেল হাই স্কুলের সহকারী শিক্ষক নোমান আহমেদ সাদীর পরিচালনায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য সিরাজুল ইসলাম, কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বশির আহমেদ, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক ৯নং ওয়ার্ডে মেম্বার ইকবাল হোসেন সাজ্জাদ, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি নুরুল হক, উপজেলা স্বেচ্ছা সেবকলীগের সভাপতি হাবিবুর রহমান, শিক্ষা সমিতির সভাপতি শাহাজান সিরাজী, গ্রামের মুরুব্বি হাজী আব্দুর রাজ্জাক, আব্দুল হাসিম, সিরাজ মিয়া, ছবির মিয়া, শাহ পরান মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক জামাল উদ্দিন, শিক্ষক শের আলী, ইয়াকুব আলী, সেলিম মিয়া, নাসির মিয়া প্রমুখ।

এ সময় শাহপরান মডেল হাই স্কুলের সকল অভিভাবক, শিক্ষার্থী, সকল শিক্ষার্থী সহ নাদামপুর, মজিদপুর ও হিজলা গ্রামের সকল জনসাধারন উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে গ্রামবাসী চালকের বিচার ও দ্রুত গ্রেফতার চেয়ে জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মরকলিপি প্রদান করেন।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »