অসচেতনায় হতে পারে মহা-বিপদ

ঘরে ফেরা মানুষর ঢল সামলাতে মাওয়াসহ সকল ফেরী চলাচল বন্ধ

Spread the love

সরকারের কঠোর হুঁশিয়ারী তোয়াক্তা না করে বাড়ি ফেরার জন্য ছুটছে মানুষ । আজ দেখা গেছে দেশের পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা ফেরী ঘাটে প্রচন্ড মানুষের চাপ । স্থানীয় প্রশাসন হিমশিম খাচ্ছে এ চাপ সামলাতে । পরে বাধ্য হয়ে ফেরী বন্ধ ঘোষণা করা হয়েছে । এদিকে ভোলার ইলিশা ফেরী চলাচল ও লাহাড়হাট ফেরী চলাচলও বন্ধ ঘোষণা করা হয়েছে । তবে রুগীদের ও লকডাউনের আওতায় নয় এমন পন্য সরবরাহের যানবাহ চলাচলে সহযোগিতা করছে প্রশাসন ।

জানাগেছে সকাল থেকেই পাটুরিয়া ফেরিঘাট থেকে ছেড়ে আসা প্রতিটি ফেরি উপচে পড়া ভিড় নিয়ে দৌলতদিয়া ঘাটে এসে ভিড়ছে। আর এতে করে বেড়ে যাচ্ছে করোনা সংক্রমণের ঝুঁকি। এমন ঝুঁকি এড়াতে সকাল সাড়ে ১১টার দিকে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে ঘাট কর্তৃপক্ষ।

এছাড়াও রয়েছে দৌলতদিয়া ফেরিঘাটে পণ্যবাহী ট্রাক ও ব্যাক্তিগত গাড়ির চাপ। সকাল থেকে ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের ৩ কিলোমিটার এলাকা পারের অপেক্ষায় রয়েছে এসব যানবাহনের সারি। সীমিত আকারে ফেরি চলাচল করায় প্রতিটা যানবাহনকে ফেরিতে উঠতে ৩ থেকে ৪ ঘন্টা সময় অপেক্ষা করতে হচ্ছে। আর এতে করে ভোগান্তিতে পড়েছেন যান চালকেরা।

প্রশাসন থেকে বলা হয়েছে করোনা পরিস্থিতি এরকম মানুষের ভীর কোনভাবে কাম্য নয় ।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »