প্রকৃতির ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই

Spread the love

প্রকৃতির ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই।

আমরা সারা বছর আম, জাম, কাঠাল, লিচু, খেজুর, তাল, বেল সহ আরো অনেক ফল খাই। খাবার পর এর বীজ, আটি, দানা গুলোকে ফেলে না দিয়ে সেগুলো ভালো করে পানিতে ধুয়ে, শুকিয়ে একটা কাগজে মুড়ে রেখে দিন। যদি আপনি অথবা পরিবারের অন্য কেউ কখনও কোথাও দূরে ঘুরতে যান বা বেড়াতে যান তখন সেই বীজগুলো অবশ্যই রাস্তার ধারের অনুর্বর ফাঁকা জমিতে একে একে ছড়িয়ে দিন। বর্ষার মৌসুমে সেই বীজ থেকে নতুন নতুন চারাগাছ জন্ম নেবে। যদি এদের মধ্যে থেকে একটা চারা গাছও বাঁচে তবে সেটাই হবে এই পৃথিবীকে আপনার দেওয়া সবথেকে বড় উপহার এবং যারাই এই গাছের ফল ভক্ষন করবে প্রতেকেই আপনার জন্য দোয়া করবে। গাছ শুধু পরিবেশকে অক্সিজেন দিয়েই মানুষকে সতেজ রাখে না ফলও দেয় মানুষ এবং পাখিদের। ফল খাবার লোভে অনেক পাখি গাছে বাসা বাধে যার ফলে পরিবেশের ভারসাম্যও রক্ষা হয়। তাই প্রকৃতির ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »