যশোরে প্রধানমন্ত্রীর ভুয়া পিএস আটক

সেপ্টেম্বর ৩০ ২০২০, ১৪:২১

Spread the love

প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দিয়ে প্রতারণার অ’ভিযোগে মো. হোসেন আলী (২৪) নামে একজনকে আ’ট’ক করেছে র‌্যা’­ব।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে যশোর চুড়ামনকাটি থেকে তাকে আ’ট’ক করা হয় এবং মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে তাকে যশোর কোতোয়ালি থা’নায় সোপর্দ করা হয়েছে। আ’ট’ক হোসেন আলী মাগুরা জে’লার কাউনিয়া গ্রামের সিরাজুল ইস’লামের ছে’লে।

র‌্যা’­ব-৬ ঝিনাইদহ ক্যাম্পের প্রেস বি’জ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোমবার সন্ধ্যায় যশোর সদর উপজে’লার চুড়ামনকাটি তিন রাস্তার মোড় এলাকায় অ’ভিযান চালিয়ে প্রধানমন্ত্রীর পিএস পরিচয়দানকারী প্রতারক হোসেন আলীকে আ’ট’ক করা হয়। এসময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ২ টি মোবাইল সেট ও সিম উ’দ্ধার করা হয়েছে।

র‌্যা’­ব জানায়, আ’ট’ক হোসেন আলী যশোর সদর উপজে’লার ভা’রপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুলের কাছ থেকে ৫০ হাজার টাকা গ্রহণ করে। হোসেন আলী ও তার সহযোগীরা প্রধানমন্ত্রীর দপ্তরের নাম ভাঙ্গিয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছে। এ বিষয়ে যশোর সদর উপজে’লা ভা’রপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল বাদী হয়ে মা’মলা করেছেন।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »