মুজিববর্ষে মাতুয়াইল ভূমি অফিসের উদ্যোগে বৃক্ষ রোপণ

সেপ্টেম্বর ২১ ২০২০, ২০:২৬

Spread the love

ডেস্ক রিপোর্ট

বঙ্গ’বন্ধু শেখ মুজিবুর রহ’মানের জন্ম’শত’বার্ষিকী ও মুজিব’বর্ষ উপলক্ষে ঢাকা জেলার মাতুয়াইল ভূমি অফিসের উদ্যোগে বৃক্ষ রোপন কর্ম’সূচি পালন করা হয়েছে। করোনা পরিস্থি’তিতে স্বাস্থ্য’বিধি মেনে ২১ সেপ্টেম্বর  ২০২০   সোম’বার এ কর্ম’সূচি পালন করা হয়। “মুজিব’বর্ষের আহ্বান, লাগাই গাছ বাড়াই বন” এ প্রতি’পাদ্যকে সামনে রেখে সারা’দেশে  বৃক্ষের চারা রোপণ কর্ম’সূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালিত হয়।

বৃক্ষ রোপন কর্ম’সূচিতে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল  বিভাগের মূল এবং ঢাকা বিভাগের অতি’রিক্ত দায়িত্বে নিয়ো’জিত উপ-ভূমি সংস্কার কমিশনার (ডি’এল’আর’সি) তরফদার মোঃ আক্তার জামীল । এসময় তার সাথে ডেমরা রাজস্ব সার্কে’লের সহ’কারী কমি’শনার (ভূমি) মো. নাজমুল হুসেইন এবং মাতুয়াইল ভূমি অফি’সের সংশ্লিষ্ট কর্ম’কর্তা ও কর্ম’চারীবৃন্দ উপ’স্থিত ছিলেন।

উল্লেখ্য, মাতুয়াইল ভূমি অফিস প্রাঙ্গণে  জলপাই,  আমড়া,  পেয়া’রাসহ বিভিন্ন ফলদ ও ঔষধি বৃক্ষের চারা রোপণ করা হয়।  এ সময় প্রধান অতিথি ডি’এল’আর’সি জামীল রোপিত বৃক্ষ’সমূহের যথাযথ পরিচর্যার জন্য সংশ্লি’ষ্টদের নির্দে’শনা দেন।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »