ঢাকায় ১ টাকায় আবাসিক হোটেল !

সেপ্টেম্বর ২০ ২০২০, ১৩:৩৫

Spread the love

# মাত্র ১ টাকার বিনিময়ে সুবিধাবঞ্চিত শি’শুদের আহারের ব্যবস্থা করে এ দেশের মানুষের মনে জায়গা করে নিয়েছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। এবার এই সংগঠনটিই ছা’ত্রীদের জন্য নিয়ে এলো এক টাকায় আবাসিক হোটেলের সুবিধা।

# রাজধানীর পল্লবীতে ছা’ত্রী ও চাকরি সন্ধানী নারীদের জন্য চলতি বছরের মা’র্চ-এ যাত্রা শুরু করে ‘বাসন্তী নিবাস।’ সেখানে শুধুমাত্র ছা’ত্রীদের প্রথম রাতের জন্য গুণতে হতো ৭১ টাকা, দ্বিতীয় রাত থেকে চাকুরিজীবী ও ছা’ত্রী উভ’য়ের জন্য ২৯৯ টাকা। তবে শনিবার (১৯ সেপ্টেম্বর) থেকে মাত্র ১ টাকার বিনিময়ে সেখানে রাত্রিযাপন করতে পারবেন ঢাকার বাইরে থেকে আগত ছা’ত্রীরা। সেইসাথে দিনপ্রতি খরচ একশত টাকা কমিয়ে নির্ধারণ করা করা হয়েছে ১৯৯ টাকা।

#  এ প্রসঙ্গে বাসন্তী নিবাসের ভা’রপ্রাপ্ত কর্মক’র্তা তাহমিনা আক্তার গণমাধ্যমকে বলেন, সম্প্রতি কুমিল্লাগামী একটি বাসে গণধ’র্ষণের ঘটনা ঘটেছে। অনেক ছা’ত্রী এবং চাকুরীজীবী নারী পরীক্ষায় অংশগ্রহণ কিংবা নানান প্রয়োজনে ঢাকায় আসছেন। থাকার জায়গার অভাবে রাতেই নিজ বাড়িতে যাত্রা করেন, যা নিরাপদ নয়। সেই বিষয়টি চিন্তা করেই বিদ্যানন্দের এই নতুন ইভেন্টটি শুরু হয়েছে, যেখানে মাত্র এক টাকার বিনিময়ে আবাসিক হোটেলের সুবিধা পাবেন একজন ছা’ত্রী।

# নারীদের জন্য বিশেষায়িত এই সুসজ্জিত আবাসিক হোটেলে রয়েছে জা’পানি নকশার শীতাতপ নিয়ন্ত্রিত ক্যাপ্সুল বেড এবং ওয়াইফাই সুবিধা। উল্লেখ্য, হোটেলটির সকল কর্মক’র্তা-কর্মচারী নারী। সেইসাথে রয়েছে সার্বক্ষণিক সিসি ক্যামেরা ও এক্সেস কন্ট্রোল সিস্টেম। এখানে থাকার জন্য ঢাকার বাইরে থেকে আগত ছা’ত্রীদের প্রমাণস্বরূপ পরীক্ষার প্রবেশপত্র কিংবা বাসের টিকেট সঙ্গে থাকতে হবে।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »