এরদোগান ঢাকা সফরে আসছেন: উচ্ছ্বাস প্রকাশ করেছেন বাংলাদেশিরা

সেপ্টেম্বর ১৯ ২০২০, ১৭:১৮

Spread the love

আজকের ঝলক নিউজ :

আগামী বছরের গোড়ার দিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ঢাকা সফরে আসবেন- এ খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বাংলাদেশিরা। মুসলিম বিশ্বের অন্যতম শীর্ষ নেতা হিসেবে সবসময় আলোচনায় থাকা এই রাষ্ট্রপ্রধানকে অগ্রিম অভিনন্দন জানিয়েছেন অনেকেই।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় যে, ঢাকায় অনুষ্ঠেয় ডি-৮ শীর্ষ সম্মেলনে যোগদানে ঢাকা সফরের সম্মতি জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট। আগামী বছরের গোড়ার দিকে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন গত বুধবার তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে এক বৈঠকে মিলিত হলে এরদোগান ঢাকা সফরের ব্যাপারে সম্মতি জানান। ফেসবুকে শেখ খলিলুর রহমান লিখেছেন, ‘‘তুরস্কই মুসলমানদের ভবিষ্যৎ। সুতরাং বাংলাদেশের উ;চিত তুরস্কের সাথে ইস্পাত কঠিন সম্পর্ক গড়ে তুলা। রোহিঙ্গা ইস্যুতে তারা যেভাবে এগিয়ে এসেছে পৃথিবীর আর কোন রাষ্ট্র এভাবে আগাই নাই।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »