IPL 2020

আইপিএলের পর্দা উঠছে আজ : পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

সেপ্টেম্বর ১৯ ২০২০, ১০:১৯

Spread the love

আজকের ঝলক

যেখানে শেষ হয়েছিল দ্বাদশ আইপিএল, সেই ম্যাচ দিয়েই যেনো ২০২০ সালে শুরু হচ্ছে টুর্নামেন্টটির ত্রয়োদশ আসর। করোনা ঝুঁকি কমাতে এবার ভারতে হচ্ছে না আইপিএল। প্রাণঘাতী এ ভাইরা;সের প্রকোপ তুলনামূলক কম থাকায় পুরো টুর্নামেন্ট নিয়ে যাওয়া হয়েছে আরব আমিরাতে।

যার ফলে ১৩ বছরের ইতিহাসে এবারই প্রথম ভারতের বাইরে হতে যাচ্ছে আইপিএলের পুরো আসর। এর আগে লোক;সভা নির্বাচনের কারণে ২০০৯ সালে দক্ষিণ আফ্রিকা ও ২০১৪ সালে আমিরাতে নেয়া হয়েছি;ল আইপিএলের কিছু খেলা। কিন্তু এবার ভারতে এতগুলো দল ও খেলোয়াড়দের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয় বিধায়, পুরো আসরই আয়োজিত হচ্ছে আরেক দেশে । ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে জমজমাট ও জনপ্রিয় আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেট। টুর্নামেন্টটি ভারতের হলেও, মাঠের উত্তেজনাপূর্ণ খেলা এবং মাঠের বাইরের গ্ল্যামারের হাতছানিতে বিশ্ব ক্রিকেটে বড় জায়গা দখল করেছে আইপিএল।

মুম্বাইয়ের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদভ, ইশান কিশান, কাইরন পোলার্ড, হার্দিক পান্ডিয়া, ক্রুনাল পান্ডিয়া, নাথান কাউল্টান নিল, রাহুল চাহার, ট্রেন্ট বোল্ট এবং জাসপ্রিত বুমরাহ।

চেন্নাইয়ের সম্ভাব্য একাদশ: শেন ওয়াটসন, আম্বাতি রাইডু, ফাফ ডু প্লেসি, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক, উইকেটরক্ষক), কেদার যাদভ, ডোয়াইন ব্রাভো, রবীন্দ্র জাদেজা, পিয়ুশ চাওলা, দীপক চাহার, শার্দুল ঠাকুর এবং ইমরান তাহির।

বাংলাদেশ সময় রাত ৮টায় মুখোমুখি হবে মুম্বাই ও চেন্নাই।  বাংলাদেশ থেকে স্টার নেটওয়ার্কের পর্দায় সরাসরি দেখা যাবে আইপিএলের ম্যাচগুলো।

আইপিএল সময়সূচী ২০২০

তারিখ প্রতিপক্ষ সময় ভেন্যু
১৯ সেপ্টেম্বর ২০২০ মুম্বাই বনাম চেন্নাই রাত ৮.০০টা আবুধাবি
২০ সেপ্টেম্বর ২০২০ দিল্লি বনাম পাঞ্জাব রাত ৮.০০টা দুবাই
২১ সেপ্টেম্বর ২০২০ হায়দরাবাদ বনাম ব্যাঙ্গালুরু রাত ৮.০০টা দুবাই
২ সেপ্টেম্বর ২০২০ রাজস্থান বনাম চেন্নাই রাত ৮.০০টা শারজা
২৩ সেপ্টেম্বর ২০২০ কলকাতা বনাম মুম্বাই রাত ৮.০০টা আবুধাবি
২৪ সেপ্টেম্বর ২০২০ পাঞ্জাব বনাম ব্যাঙ্গালুরু রাত ৮.০০টা দুবাই
২৫ সেপ্টেম্বর ২০২০ চেন্নাই বনাম দিল্লি রাত ৮.০০টা দুবাই
২৬ সেপ্টেম্বর ২০২০ কলকাতা বনাম হায়দরাবাদ রাত ৮.০০টা আবুধাবি
২৭ সেপ্টেম্বর ২০২০ রাজস্থান বনাম পাঞ্জাব রাত ৮.০০টা শারজাহ
২৮ সেপ্টেম্বর ২০২০ ব্যাঙ্গালুরু বনাম মুম্বাই রাত ৮.০০টা দুবাই
২৯ সেপ্টেম্বর ২০২০ দিল্লি বনাম হায়দরাবাদ রাত ৮.০০টা আবুধাবি
৩০ সেপ্টেম্বর ২০২০ রাজস্থান বনাম কলকাতা রাত ৮.০০টা দুবাই
০১ অক্টোবর ২০২০ পাঞ্জাব বনাম মুম্বাই রাত ৮.০০টা আবুধাবি
০২ অক্টোবর ২০২০ চেন্নাই বনাম হায়দরাবাদ রাত ৮.০০টা দুবাই
০৩ অক্টোবর ২০২০ ব্যাঙ্গালুরু বনাম রাজস্থান বিকেল ৪.০০টা আবুধাবি
০৩ অক্টোবর ২০২০ দিল্লি বনাম কলকাতা রাত ৮.০০টা শারজাহ
০৪ অক্টোবর ২০২০ মুম্বাই বনাম হায়দরাবাদ বিকেল ৪.০০টা শারজাহ
০৪ অক্টোবর ২০২০ পাঞ্জাব বনাম চেন্নাই রাত ৮.০০টা দুবাই
০৫ অক্টোবর ২০২০ ব্যাঙ্গালুরু বনাম দিল্লি রাত ৮.০০টা দুবাই
০৬ অক্টোবর ২০২০ মুম্বাই বনাম রাজস্থান রাত ৮.০০টা আবুধাবি
০৭ অক্টোবর ২০২০ কলকাতা বনাম চেন্নাই রাত ৮.০০টা আবুধাবি
০৮ অক্টোবর ২০২০ হায়দরাবাদ বনাম পাঞ্জাব রাত ৮.০০টা দুবাই
০৯ অক্টোবর ২০২০ রাজস্থান বনাম দিল্লি রাত ৮.০০টা শারজাহ
১০ অক্টোবর ২০২০ পাঞ্জাব বনাম কলকাতা বিকেল ৪.০০টা আবুধাবি
১০ অক্টোবর ২০২০ চেন্নাই বনাম ব্যাঙ্গালুরু রাত ৮.০০টা দুবাই
১১ অক্টোবর ২০২০ হায়দরাবাদ বনাম রাজস্থান বিকেল ৪.০০টা দুবাই
১১ অক্টোবর ২০২০ মুম্বাই বনাম দিল্লি রাত ৮.০০টা আবুধাবি
১২ অক্টোবর ২০২০ ব্যাঙ্গালুরু বনাম কলকাতা রাত ৮.০০টা শারজাহ
১৩ অক্টোবর ২০২০ হায়দরাবাদ বনাম চেন্নাই রাত ৮.০০টা দুবাই
১৪ অক্টোবর ২০২০ দিল্লি বনাম রাজস্থান রাত ৮.০০টা দুবাই
১৫ অক্টোবর ২০২০ ব্যাঙ্গালুরু বনাম পাঞ্জাব রাত ৮.০০টা শারজাহ
১৬ অক্টোবর ২০২০ মুম্বাই বনাম কলকাতা রাত ৮.০০টা আবুধাবি
১৭ অক্টোবর ২০২০ রাজস্থান বনাম ব্যাঙ্গালুরু বিকেল ৪.০০টা দুবাই
১৭ অক্টোবর ২০২০ দিল্লি বনাম চেন্নাই রাত ৮.০০টা শারজাহ
১৮ অক্টোবর ২০২০ হায়দরাবাদ বনাম কলকাতা বিকেল ৪.০০টা আবুধাবি
১৮ অক্টোবর ২০২০ মুম্বাই বনাম পাঞ্জাব রাত ৮.০০টা দুবাই
১৯ অক্টোবর ২০২০ চেন্নাই বনাম রাজস্থান রাত ৮.০০টা আবুধাবি
২০ অক্টোবর ২০২০ পাঞ্জাব বনাম দিল্লি রাত ৮.০০টা দুবাই
২১ অক্টোবর ২০২০ কলকাতা বনাম ব্যাঙ্গালুরু রাত ৮.০০টা আবুধাবি
২২ অক্টোবর ২০২০ রাজস্থান বনাম হায়দরাবাদ রাত ৮.০০টা দুবাই
২৩ অক্টোবর ২০২০ চেন্নাই বনাম মুম্বাই রাত ৮.০০টা শারজাহ
২৪ অক্টোবর ২০২০ কলকাতা বনাম দিল্লি বিকেল ৪.০০টা আবুধাবি
২৪ অক্টোবর ২০২০ পাঞ্জাব বনাম হায়দরাবাদ রাত ৮.০০টা দুবাই
২৫ অক্টোবর ২০২০ ব্যাঙ্গালুরু বনাম চেন্নাই বিকেল ৪.০০টা দুবাই
২৫ অক্টোবর ২০২০ রাজস্থান বনাম মুম্বাই রাত ৮.০০টা আবুধাবি
২৬ অক্টোবর ২০২০ কলকাতা বনাম পাঞ্জাব রাত ৮.০০টা শারজাহ
২৭ অক্টোবর ২০২০ হায়দরাবাদ বনাম দিল্লি রাত ৮.০০টা দুবাই
২৮ অক্টোবর ২০২০ মুম্বাই বনাম ব্যাঙ্গালুরু রাত ৮.০০টা আবুধাবি
২৯ অক্টোবর ২০২০ চেন্নাই বনাম কলকাতা রাত ৮.০০টা দুবাই
৩০ অক্টোবর ২০২০ পাঞ্জাব বনাম রাজস্থান রাত ৮.০০টা আবুধাবি
৩১ অক্টোবর ২০২০ দিল্লি বনাম মুম্বাই বিকেল ৪.০০টা দুবাই
৩১ অক্টোবর ২০২০ ব্যাঙ্গালুরু বনাম হায়দরাবাদ রাত ৮.০০টা শারজাহ
০১ নভেম্বর ২০২০ চেন্নাই বনাম পাঞ্জাব বিকেল ৪.০০টা আবুধাবি
০১ নভেম্বর ২০২০ কলকাতা বনাম রাজস্থান রাত ৮.০০টা দুবাই
০২ নভেম্বর ২০২০ দিল্লি বনাম ব্যাঙ্গালুরু রাত ৮.০০টা আবুধাবি
০৩ নভেম্বর ২০২০ হায়দরাবাদ বনাম মুম্বাই রাত ৮.০০টা শারজাহ

প্রাথমিক সময় সূচী : সৌজন্যে জাগো নিউজ । ছবি সংগৃহীত ও প্রতিকী ।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »