চট্টগ্রামে অভিযান চালিয়ে একটি কষ্টি পাথর মূর্তি উদ্ধারসহ ১ চোরাকারবারী’কে গ্রেফতার করেছে র‌্যাব-৭

সেপ্টেম্বর ১৮ ২০২০, ০৮:৪৬

Spread the love

চট্টগ্রাম ব্যুরোঃ চট্টগ্রাম র‌্যাব-৭, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, চট্টগ্রাম মহানগরীর কোতয়ালী থানাধীন হোটেল কমফোর্ট লিঃ এর উত্তর পাশে ৮৬নং স্টেশন রোড, হামিদ ম্যানশন এর পূর্ব পাশে একটি ভবনের ৪র্থ তলা ভাড়া বাসার ভিতর কতিপয় চোরাকারবারী অবৈধ ভাবে কষ্টি পাথরের মূর্তি ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে গত ১৬ সেপ্টেম্বর বিকাল ৩,৪০ ঘটিকায় র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে মোঃ মফিজ (২৮),
কে আটক করে। পরবর্তীতে তল্লাশী করে আসামীর নিজ হেফাজতে থাকা ৩.৬৯০ কেজি ওজনের পুরাকীর্তি কষ্টি পাথরের একটি মূর্তি উদ্ধারসহ আসামী’কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে ব্যাপক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে কষ্টি পাথরের মূর্তি অবৈধ ভাবে বিক্রয়ের জন্য উক্ত স্থানে অবস্থান করছিল।গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত আলামত সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম মহানগরীর কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »