জঙ্গি ছিনিয়ে নেওয়ার হুমকিতে সব কারাগারে সতর্কতা !!

সেপ্টেম্বর ১৫ ২০২০, ০৮:৫০

Spread the love

আজকের ঝলক নিউজ :

নিউজ ডেস্ক :

লালমনিরহাট কারাগারে থাকা ‌জঙ্গিদের ছিনিয়ে নেওয়ার হুমকি দেওয়ার পরে সারা দেশের কারাগারগুলোয় সতর্কতা জারি করেছে কারা অধিদপ্তর।

অতিরিক্ত কারামহাপরিদর্শক কর্নেল মো. আবরার হোসেন  এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, লালমনিরহাটের জেলা প্রশাসক ও জেল সুপারের কাছে উড়োচিঠি ও ফোন এসেছিল।

এরই পরিপ্রেক্ষিতে কারাগারগুলোতে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। কারা কর্মকর্তা ও রক্ষীদের সমন্বয়ে স্ট্রাইকিং ফোর্স গঠন করার নির্দেশ দিয়ে চিঠি দেওয়া হয়েছে। কো;নো হামলা হলে দ্রুত যেন তাঁরা প্রতি;হত করতে পারেন, সে জন্য মহড়া করার কথা বলা হয়েছে চিঠিতে।

এ বিষয়ে জানতে লালমনিরহাটের জেলা প্রশাসক মো. আবু জা’ফরের সঙ্গে কথা হয়। তিনি বলেন, দিন সাতেক আগে ডাকযোগে তাঁর কাছে একটি চিঠি আসে। ওই চিঠিতে বলা হয়, কারাগারে তাঁদের সঙ্গী-সাথিদের তাঁরা ছিনিয়ে নেবেন।

কিছুতেই আর তাঁদের ঠেকানো যাবে না। এরপর শনিবার একটি অচেনা মুঠোফোন নম্বর থেকে ফোন আসে। সেখানে আবারও একই হুমকি দেওয়া হয়। কোন জঙ্গি সংগঠন থেকে এই হুমকি দেওয়া হয়েছে, কাদের ছিনিয়ে নেওয়ার কথা বলা হচ্ছে, সে বিষয়ে কারা অধিদপ্তর বা জেলা প্রশাসন কোনো মন্তব্য করেনি তবে জেলা প্রশাসক বলেছেন, এ ঘটনার তদন্ত হচ্ছে।

যেকোনো পরিস্থিতি মোকাবিলায় ‌স্ট্রাইকিং ফোর্স গঠনের নির্দেশ দিয়ে কারাগারগুলোয় কেন্দ্র থেকে চিঠি পাঠানো হয়েছে। ছবি প্রতিকী ।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »