গল্পে গল্পে আইন শিখি

সংক্ষেপে বাল্যবিবাহ আইন-মোঃ জহিরুল ইসলাম

Spread the love

আজকের ঝলক আইন-আদালত ডেস্ক :

গল্পে গল্পে ছোট করে আইন শিখি আজকের বিষয় : বাল্যবিবাহ 

বাল্যবিবাহ কী ? ছেলেদের ২১ ও মেয়েদের ১৮ বছরের কম বয়সে বিবাহকে বলা হয় বাল্যবিবাহ, যা আইনত অপরাধ।

বাল্যবিবাহের শাস্তি: বাল্যবিবাহ নিরোধ আইন (খসড়া-২০১৪) অনুযায়ী বাল্যবিবাহের সাথে যুক্ত ব্যক্তির (উভয় পক্ষের অভিভাবক/ আত্মীয়-স্বজন, ঘটক, মৌলভী, বিবাহ নিবন্ধক/কাজী এবং বর) ২ বছরের কারাদন্ড ও সর্বোচ্চ ৫০ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে।

বাল্যবিবাহ প্রতিরোধে করণীয়: কোথাও বাল্যবিবাহ হচ্ছে জানতে পারলে তাৎক্ষণিকভাবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, থানার ওসি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানান। এছাড়া হট লাইনে কল করতে পারেন ৯৯৯ অথবা ১০৯৮ এই নম্বরে । জেনে রাখবেন এই নম্বর দুটোতে কল করতে টাকা দরকার হয়না ।

বাল্য বিবাহ কেন প্রতিরোধ করতে হবে ?:  এর ফলে মা ও শিশু উভয়েরই স্বাস্থ্যহানী/মৃত্যর ঝুঁকি বেড়ে যায়, পারিবারিক জীবনে অশান্তি, দাম্পত্য কলহ, বিকলাঙ্গ শিশুর জন্ম এবং বিবাহ বিচ্ছেদের হার বেড়ে যায়।

মোঃ জহিরুল ইসলাম, এলএলবি



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »