কবি আল মাহমুদের জন্মদিন আজ

Spread the love

কবি আল মাহমুদের জন্মদিন আজ

জাতীয় কবি কাজী নজরুল পরবর্তী বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি আল মাহমুদের জন্মদিন আজ। ১৯৩৬ সালের ১১ জুলাই ব্রাহ্মণবাড়িয়ার মৌড়াইল গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন এই বরেণ্য কবি। কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ, ভ্রমণকাহিনী, আত্মজীবনীসহ বিভিন্ন বিষয়ে বহু গ্রন্থ রচনা করেছেন তিনি।

আল মাহমুদের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে- ‘সোনালী কাবিন’ ‘অদৃষ্টবাদীদের রান্নাবান্না’ ‘একচক্ষু হরিণ’ ‘মিথ্যাবাদী রাখাল’ ‘আমি দূরগামী’ ‘দ্বিতীয় ভাঙন’ ‘উড়ালকাব্য’ ইত্যাদি। ‘কাবিলের বোন’, ‘উপমহাদেশ’ ‘ডাহুকি’ ‘আগুনের মেয়ে’ ‘চতুরঙ্গ’ ইত্যাদি তার উল্লেখযোগ্য উপন্যাস। ‘পানকৌড়ির রক্ত’সহ বেশকিছু গল্পগ্রন্থও রচনা করেছেন তিনি। এ ছাড়া ‘যেভাবে বেড়ে উঠি’ তার আত্মজীবনী গ্রন্থ।

সৃজনশীল সাহিত্য রচনার জন্য অসংখ্য জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন আল মাহমুদ।

পুরস্কার:

বাংলা একাডেমি পুরস্কার (১৯৬৮), জয়বাংলা পুরস্কার (১৯৭২), হুমায়ুন কবির স্মৃতি পুরস্কার (১৯৭৪), জীবনানন্দ দাশ স্মৃতি পুরষ্কার (১৯৭৪), সুফী মোতাহের হোসেন সাহিত্য স্বর্ণপদক (১৯৭৬), ফিলিপস সাহিত্য পুরস্কার (১৯৮৬), একুশে পদক (১৯৮৭),নাসিরউদ্দিন স্বর্ণপদক (১৯৯০), অগ্রণী ব্যাংক পুরস্কার, সমান্তরাল (ভারত) কর্তৃক ভানুসিংহ সম্মাননা পদক-২০০৪ প্রভৃতি।

কবি আল মাহমুদ গতবছর ১৫ ফেব্রুয়ারি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাংলাদেশের ইসলামী ভাবধারায় কবিদের মধ্যে আল-মাহমুদ কিংবদন্তি এক কবির নাম। বাংলা সাহিত্যে তার মহান অবদানের জন্য বাঙালি জাতি তাকে যুগ যুগ ধরে স্বরন করবে।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »