ক্ষুদ্রঋণ এনজিওরা সীমিত আকারে কার্যক্রম পরিচালনা করতে পারবে ।

Spread the love

৯ মে ২০২০ মাইক্রো ক্রেডিট রেগুলেটরী অথরিটির পরিচালক মোহম্মদ ইয়াকুব হোসেন একটি নির্দেশনা জারি করেন । এ নির্দেশনা অনুশারে ক্ষুদ্রঋণ এনজিওরা সীমিত আকারে কার্যক্রম পরিচালনা করতে পারবে । তবে অবশ্যই করোনা মোকাবেলায় বাংলাদেশ সরকার ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে ।  এ জন্য মাইক্রো ক্রেডিট রেগুলেটরী অথরিটির  জারিকৃত চিঠিতে ৭টি নির্দেশনা রয়েছে তা মেনে চলতে হবে ।

যেমন : দূরত্ব বাজায় রাখা, সবাইকে একসাথে অফিসে আসতে নিরুৎসাহিত করা, সরাসরি যোগাযোগের চেয়ে ডিজিটাল যোগাযোগ নিশ্চিত করা, একই সময় অফিসে অতিরিক্ত কর্মী উপস্থিত না থাকা, অফিসে জীবানুমুক্ত করার উপকরণ নিশ্চিত করা ও তা ব্যবহার করা, লকডাউন এলাকার প্রশাসনের অনুমতি নিয়ে কাজ শুরু করা । সরকারী সকল নির্দেশনা অনুসরণ করা ।

সার্কুলারে ক্ষুদ্রঋণ কার্যক্রমকে জুরুরী সেবা উল্লেখ করা হয়েছে । কারণ এনজিওদের মাধ্যমে স্থানীয় কৃষক, জেলেরা সহজে ঋণ নিতে পারে এবং তাদের সঞ্চয় ফেরৎ নেয়ার জন্য এনজিওদের কার্যক্রম  জরুরী । এছাও সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপে এনজিওদের অংশগ্রহন জরুরী ।

এ সংক্রান্ত সার্কুলারটি www.mra.gov.bd তে পাওয়া যাবে ।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »