সাবধান হওয়া ও সাবধান করা জরুরী

এনজিও’র চাকুরি নামে সক্রিয় প্রতারক চক্র

ডিসেম্বর ১৪ ২০২১, ১১:২৯

Spread the love

এনজিও’র চাকুরি নামে সক্রিয় প্রতারক চক্র

আজকের ঝলক নিউজ :

সামাজিক যোগাযোগ মাধ্যমকে পূঁজি করে ইদানিং সক্রিয় হয়ে উঠেছে প্রতারক চক্র । তারা বিভিন্ন লিফলেটে চাকুরির বিজ্ঞাপন অথবা নাম মাত্র পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সার্কুলার পৌছে দিচ্ছে বেকারদের কাছে আর লুটে নিচ্ছে তাদের টাকা ।

 

কিভাবে বুঝবেন ভূয়া সার্কুলার

১. প্রথমত কোন পত্রিকায় প্রকাশিত সেটি দেখে নিবেন ।

২. পদের সংখ্যা দেখবেন ।

৩. বেতন কাঠামো দেখবেন ।

৪. শুধুমাত্র ই-মেল পাঠাতে বলেছে কিনা দেখবেন।

৫. কোনো ওয়েব সাইট বা সংস্থার ঠিকানা আছে কিনা দেখবেন ।

 

কিভাবে প্রতারনার হাত থেকে রক্ষা পাবেন ।

১. কোনো এনজিও মোবাইলে পরীক্ষার জন্য টাকা পয়সা চায়না ।

২. প্রত্যেক এনজিওর একটি ওয়েব সাইট আছে সেটি দেখবেন ।

৩. এনজিওদের নিজস্ব অফিস আছে সেটি ব্যবহার করেন ।

৪. এনজিওদের সার্কুলার দিলে তারা স্বনামধন্য পত্রিকা, বিডি জবস এ সার্কুলার দেয় অথবা লিফলেটে দিলে তাদের লোগো ব্যবহার করে এবং ওয়েব সাইট’র ঠিকানা থাকে ।

৫. পদের সংখ্যা বেশি হলে লিফলেটে সার্কুলার হয়না ।

৬. কোনো প্রকল্পের সার্কুলার হলে দাতা সংস্থার নাম ব্যবহার  করে ।

৭. কোনো সংস্থার কাছা-কাছি নাম ব্যবহার করে প্রতারকগন যেমন ব্যাুরো ফাউন্ডেশন, ব্র্যাক ফাউন্ডেশন এগুলো ভূয়া হিসাবে ধরে নিতে হবে কারণ তাদের সঠিক নাম ব্যুরো বাংলাদেশ । ব্র্যাক ।

৮. যাচাই করতে এনজিও ফেসবুক পেজে দিন এবং কোনরকম টাকা পয়সা প্রদান করা থেকে বিরত থাকুন ।

 

আরো পড়ুন এ সপ্তাহের এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি

ভাসানচর ও এনজিও: কারা আসল হিরো

এনজিও বিষয়ক টিআইবির গবেষণা

ভিডিও দেখুনhttps://www.youtube.com/watch?v=N6yRLxoGJSE

আমি তো ভালোনা ভালো লইয়া থাইকো । কিশোরীর গলায় খালি কন্ঠে । শুনে দেখুন আপনারও ভালো লাগবে । – YouTube

 

 



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »