পুলিশের উপর রাগ করে নিজের বাইকে আগুন ধরিয়ে দিলেন

সেপ্টেম্বর ২৭ ২০২১, ১৫:৪৫

Spread the love

আজ সকাল সম্ভাব্য সময় ৯:৪০ এক সার্জেন্ট বাইকার শওকত আলম সোহেল নামক এক ব্যক্তিকে কাগজপত্রে ত্রুটি খুঁজে পাওয়ায় মামলা দেয়,বাইকার জানান তিনি ঢাকায় রাইড শেয়ার করেন অল্প আয়ে চলে তার জীবন জীবিকা সময় ও অর্থের জন্য

বিআরটিএ যেতে পারছিলেন না সঠিক সময়ে সার্জেন্টের কাছে ক্ষমা চেয়েও পাননি ক্ষমা তাই নিজের বাইকে নিজেই আগুন ধরিয়ে দেন।   আশপাশের লোকজন আগুন নেভানোর চেষ্টা করলে ক্ষিপ্ত হয়ে উঠে শওকত আলম সোহেল এতে কেউ চেষ্টা করেও বাইকের আগুন নেভাতে পারেনি, শওকত আলম সোহেল জানান দেশের রাস্তাঘাট এ এত অনিয়ম এত দুর্নীতি সেখানে তার সামান্য ত্রুটি ক্ষমা করলে সরকার বা রাষ্ট্রের কি এমন ক্ষতি হতো! তাই তিনি ভেবে চিন্তে আগুন ধরিয়ে দেবার সিদ্ধান্ত নেন।

শওকত আলম সোহেল এর দাবি চলাচল রত বিশেষ করে ঢাকার রাস্তায় এত যানবাহন তারমধ্যে বাস সিটি রুটের সকল বাস গুলোর মধ্যে ৯৮% বাসের কোনো পেপার্স ঠিক নাই কিন্তু তারা চলাচল করতে সমস্যা হচ্ছে না তার পেছনের কারণ কি!পুলিশ রাস্তায় ডিউটি করে শুদু মটরসাইকেল ধরতে এবং সেটাই করে যাচ্ছে তিনি আরো বলেন আমাকে যেই মামলা দেয়া হয়েছে এটি জুলুম এটি অবিচার ছিল তাই আমি মনের কষ্টে আমার নিজের উপার্জনের বাইকে গ্যাস লাইট দিয়ে আগুন ধরিয়ে দিয়েছি।
স্থান : বাড্ডা লিঙ্ক রোড।
সময়: সকাল ৯.৪০



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »