সুরক্ষা অ্যাপে ইবি শিক্ষার্থীদের টিকার নিবন্ধন শুরু

Spread the love

ইবি প্রতিনিধি
করোনা ভাইরাসের টিকা পেতে সুরক্ষা অ্যাপে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবাসিক শিক্ষার্থীদের নিবন্ধন শুরু হয়েছে। এর আগে বিশ্ববিদ্যালয়ের টিকা সংক্রান্ত ফরম যেসব শিক্ষার্থী পুরণ করেছে তারা অ্যাপে নিবন্ধন করে টিকা নিতে পারবে। যারা ফরম পুরণ করেননি তাদের নতুন করে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে রেজিস্ট্রেশনের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। নতুন রেজিস্ট্রেশন লিংক (https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdvFeKZVP0C0z-EfEzD4i937y3NIR3YRpPlPavB3c2MW6HHtw/viewform))

রবিবার (১১ জুলাই) বেলা ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণের নিবন্ধন আজ ১১ জুলাই থেকে শুরু হয়েছে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণের লক্ষ্যে (সঠিক এনআইডি নম্বরসহ) ইউজিসি কর্তৃক প্রেরিত পত্র মোতাবেক সুরক্ষা অ্যাপ-এ (https://surokkha.gov.bd/enroll) নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে হবে। এর আগে যারা বিশ্ববিদ্যালয়ের  কোভিড-১৯ ভ্যাকসিন সংক্রান্ত ফর্ম পূরণ করেছে তাদের সুরক্ষা অ্যাপ এ নিবন্ধন করতে হবে।

এদিকে যেসব শিক্ষার্থীর এনআইডি নেই তারা টিকার নিবন্ধন করতে পারছে না বলে জানা গেছে। এ বিষয়ে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান বলেন, ‘যেসব শিক্ষার্থীর এনআইডি আছে এবার তারা নিবন্ধন করতে পারবে। যাদের এনআইডি নেই তাদের নিবন্ধন সম্পর্কিত তথ্য পরবর্তীতে জানানো হবে।’

এর আগে গত ২ মার্চ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্দেশনা অনুযায়ী ইসলামী বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের করোনার টিকা নিশ্চিত করতে তালিকা চেয়েছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে গত ১৪ মার্চ আবাসিক ও অনাবাসিক সকলের তালিকা চেয়ে প্রজ্ঞাপন জারি করে কর্তৃপক্ষ। তবে আবেদন কম হওয়ায় তৃতীয় বার ২৫ মে পর্যন্ত সময় বৃদ্ধি করা হয়। সর্বশেষ চতুর্থ বারেরমতো ৩০ মে পর্যন্ত আবেদনের মেয়াদ বৃদ্ধি করে  কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের আহ্বানে টিকা নিতে আবেদন করে ইবির মোট ৬ হাজার ৬০৭ জন শিক্ষার্থী।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »