ময়মনসিংহের ত্রিশাল পৌরসভায়

নৌকাকে হটিয়ে তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী এবিএম আনিসুজ্জামান

ফেব্রুয়ারি ১৫ ২০২১, ১৯:৫০

Spread the love

আজকের ঝলক :

ময়মনসিংহের ত্রিশাল পৌরসভায় নৌকাকে হটিয়ে তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী এবিএম আনিসুজ্জামান

এনামুল হক,ময়মনসিংহ:-

ময়মনসিংহের ত্রিশাল পৌর সভার মেয়র পদের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী এবি এম আনিসুজ্জামান (আনিস) জগ প্রতিক নিয়ে জয়লাভ করেন।রোববার (১৪ ফেব্রুয়ারি) রাতে অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার সফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।ময়মনসিংহের ত্রিশালে আওয়ামীলীগের প্রার্থীকে বিজয়ী করতে বর্ধিত সভা

তিনি বলেন, আনিসুজ্জামান (আনিস) জগ প্রতীক নিয়ে পেয়েছেন ১১ হাজার ৬৫৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত পার্থী নৌকা প্রতিক নিয়ে নবী নেওয়াজ সরকার পেয়েছেন ৬ হাজার ৬১৪ ভোট বিএনপি মনোনীত পার্থী রুবায়েত হোসেন শামীম মন্ডল  ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৮৬৫ভোট। বাংলাদেশ  ইসলামি আনন্দোলন হাসান মাহমুদ হাতপাখা প্রতীক পেয়েছে ৮০০ ভোট।নওগাঁর আত্রাইয়ে নবাগত  উপজেলা নির্বাহী কমকর্তার সাথে সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা

ত্রিশাল পৌরসভায় মেয়র পদে চারজন, কাউন্সিলর পদে ৩৬ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১১ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

এ পৌরসভায় ১৪টি কেন্দ্রের ৭৮টি কক্ষে ভোটগ্রহণ হয়। ৯টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ২৬ হাজার ৮২২ জন পুরুষ ভোটার সংখ্যা ১৩ হাজার ২৩০ ও তার মধ্যে নারী ভোটার সংখ্যা ছিল ১৩ হাজার ৫৯২ জন।।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »