তিন জোনে সারা দেশ   

Spread the love

                    “তিন জোনে সারা দেশ”                 

মানছে না অনেকে স্বাস্থ্যবিধি
দিচ্ছেনা মোটে গুরুত্ব,
রাস্তা-ঘাটেও চলাচলে নেই
সেই সামাজিক দুরত্ব৷

মুখেও আর পরছেনা মাস্ক
যা খুশি করে চলছে,
কফ, থুথু যার যেমন খুশি
যেথায়-সেথায় ফেলছে৷

লকডাউনটা তুলে নেওয়ায়
সংক্রমণ বেড়েছে,
কোভিড উনিশ নতুন করে
অনেক প্রাণ কেড়েছে৷

মৃত্যুহারও বেড়েই চলেছে
করোনা সংক্রমণে,
সারাদেশ তাই ভাগ করা হলো
তিন, তিনটি জোনে৷

সরকার বিবেচনা করে
সংক্রমণের ভেদে,
রেড, ইয়েলো,গ্রীন জোনে
দেশকে দিলেন বেঁধে৷

রেড জোনে কড়া নজরদারি
পুলিশ টহলরত,
ঘরের বাইরে যাচ্ছেনা কেউ
যে যার ইচ্ছে মত৷

রেডজোনে লকডাউন পুরো
নিষেধ বাইরে যাবার,
প্রশাসনই যোগান দেবেন
নাইকো যাদের খাবার৷

লকডাউনটা এমনি ভাবে
কার্যকর হলে,
কোভিড-উনিশ করোনা যাবে
এদেশ ছেড়ে চলে৷৷

লিখেছেন : স্বপন ঘোষ- বিভাগী প্রধান হিসাব বিজ্ঞান বিভাগ , সরকারী চরফ্যাসন কলেজ (অবসরপ্রাপ্ত) ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব । 



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »