চরফ্যাসনে বাল্য বিয়ে করায় বরসহ ৩ জনের কারাদণ্ড 

জানুয়ারি ৩১ ২০২১, ২০:১৮

Spread the love
চরফ্যাসনে বাল্য বিয়ে করায় বরসহ ৩ জনের কারাদণ্ড
চরফ্যাসন ( ভোলা) থেকে।।চরফ্যাসনে বাল্য বিয়ের অপরাধে বর,  বরের পিতাসহ কনের পিতার ৬ মাসের  কারাদণ্ড  দিয়েছেন ভ্রাম্যমান আদালতের  নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা  সহকারী কমিশনার ( ভূমি) রিপন বিশ্বাস। রোববার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপন বিশ্বাস  বলেন, বরের বাড়ীতে  বউ ভাতের আয়োজন চলছিল। সেখান থেকে বর মোঃ সোহেল(২৯) কনে এস এসসি পরীক্ষার্থী(১৬) বরের বাবা আব তাহের ও কনের বাবা নুরুজ্জামান  সহ প্রত্যেককে  ৬ মাস করে দণ্ডাদেশ  প্রদান করেন।
কনের বাড়ী ভোলা জেলার লালমোহন উপজেলার অন্নদা প্রসাদ গ্রামে।  বর সোহেলের বাড়ী চরফ্যাসন উপজেলার ওসমানগঞ্জের উত্তর ফ্যাসন গ্রামে।
দন্ডপ্রাপ্তরা হলেন বর সোহেল,  বরের পিতা আবু তাহের ও কনের পিতা নুরুজ্জামান।
জানা গেছে তিন দিন আগে লালমোহন উপজেলার  অন্নদা প্রসাদ গ্রামের নুরুজ্জামান এর এসএসসি পশিক্ষার্থী মেয়ের  সঙ্গে  চরফ্যাসনের ওসমানগঞ্জের উত্তর ফ্যাসন গ্রামের আবু তাহের এর ছেলে  সোহেলের সাথে বিয়ে সম্পন্ন হয়।
কনের বয়স কম থাকায় চরফ্যাসন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) রিপন বিশ্বাস  উভয় পক্ষের ৩ জন কে ৬মাসের বিনাশ্রম কারাদন্ড দেন।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »