পানি জাদুঘরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত !!

ডিসেম্বর ৩০ ২০২০, ১১:২২

Spread the love

কলাপাড়ায় দেশের একমাত্র পানি জাদুঘরের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ॥

রাসেল কবির মুরাদ , কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : কলাপাড়ায় নদী ও
পরিবেশ না বাঁচলে মানুষ তার সভ্যতা হারিয়ে ফেলবে – এ শ্লোগান নিয়ে দেশের
নদী ও পানি সম্পদ রক্ষায় সরকার ও নীতি-নির্ধারকদের আরও মনোযোগী হওয়ার
আহবান জানিয়ে প্রতিষ্ঠিত পানি জাদুঘরের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
হয়েছে। মঙ্গলবার দুপুরের দিকে নীলগঞ্জ ইউনিয়নের পানি যাদুঘর মিলনায়তনে
আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষক,
শিক্ষক, উন্নয়নকর্মী, সাংবাদিক ও বেসরকারী উন্নয়ন সংন্থার প্রতিনিধিরা
উপস্থিত ছিলেন।

নীলগঞ্জ কৃষক মৈত্রীর সাধারণ সম্পাদক লাইলী বেগমের সঞ্চালনায় কলাপাড়া
কৃষক মৈত্রীর সভাপতি আলাউদ্দিন শিকদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির
বক্তব্য রাখেন পানি যাদুঘর নির্মানের উদ্যোক্তা কমিটির সদস্য শামশের আলী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জসীম পারভেজ, আবুল কালাম আজাদ, নাছিম আলম।
সভাশেষে পানি যাদুঘর চত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে পাখিমারা বাজারের
প্রধান সড়ক প্রদক্ষিন করে। বক্তারা আন্ধারমানিক নদীসহ দেশের সকল নদ-নদীর
দূষণ রোধ ও রক্ষার দাবি জানান।

উল্লেখ্য, ২০১৪ সালের ২৯ ডিসেম্বর স্থাপন করা হয় পানি যাদুঘরটি। এরপর
দেশ-বিদেশী ৮০টি নদ-নদীর পানি বিশেষ ব্যবস্থায় সংরক্ষণ করে পানি যাদুঘরটি
নির্মান করা হয়।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »