বরিশালের গান ও কবিতা; মো: জহিরুল ইসলাম

মোর দাদায় চহিদার; মো: জহিরুল ইসলাম

Spread the love

মোর দাদায় চহিদার; মো: জহিরুল ইসলাম

আজকের ঝলক নিউজ;  বরিশালের আঞ্চলিক গান :
কথা ও সুর
মোঃ জহিরুল ইসলাম রাজু

আইতে নদী যাইতে খাল, মোগো বাড়ি বরিশাল
মোগো দাদায় চহিদার, মোরা আইনের লোক ( ২)

মোরা সৎ পথে চলি মোরা সত্য কথা বলি
মোরা আইন মাইন্না চলি, মোরা ন্যায়ের কথা বলি
হেইয়ার লইগ্গা মোরা বোলে কারোরে না ডরি
————আইনের লোক, মোরা আইনের লোক ।

মোগো আছেন আনেক জ্ঞানী, মোগো আছে অনেক গুনী
মোগো আছে মাছের ক্ষণি, আছে দিগন্তের হাতছানি
ধান, নদী, খাল-বিলে স্বপ্নের ছবি বুনি ।
————আইনের লোক, মোরা আইনের লোক ।

মোগো আছে গ্যাসের ক্ষণি, মোগো আছে নদীর ক্ষণি
মোরা বাংলা ভ্যনিস জানি, মোরা মানি লোকদের মানি
শে-র-ই বাংলা আছে মোগো, সে চোখোর মনি

মোরা সকল তথ্য জানি, মোরা আইনের শাসন মানি
মোগো আলতাফ হোসেন, আব্দুল লতিফ বাংলা গানের ক্ষণি
কামিনি রায়, সুফিয়া কামাল, জীবনান্দ দাস অনেক দামি
—– আইনের লোক, মোরা আইনের লোক ।

তাল, নারিকেল-সুপারি বাগান থেকে পাইড়া আনি
আমড়া, তরমুজ, পেয়ারা, খাইয়া রাজু মাতওয়ারা
কুয়ায়াকাটার লাইগা লোকে বলে মোগো ধনী

————আইনের লোক, মোরা আইনের লোক ।

লেখক, কবি ও শিল্পী ।

মো: জহিরুল ইসলাম (রাজু) বিএ, অনার্স, এম,এ, এলএল’বি, এমবিএ। কন্ঠ শিল্পী বাংলাদেশ বেতার, সদস্য বিনামূল্যে আইন সহায়তা কমিটি, স্কাউটার বাংলাদেশ স্কাউটস, প্রাক্তন সার্জেন্ট-বিএনসিসি-নৌ শাখা, লেখক ও কবি। ফোন ০১৭১১৩০০৪৭৬

আরো পড়ুন

ভালো থেকো প্রিয়;মোঃ জহিরুল ইসলাম

ভিডিও দেখুন ।

https://www.youtube.com/watch?v=WGVjKqK_Rpw&list=RDWGVjKqK_Rpw&start_radio=1

ছবি: প্রতিকী

গানটি কপিরাইট আইনে নিবন্ধিত হবহু বা আংশিক নকল করা দন্ডনীয় অপরাধ ।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »