ক্রিকেট আপডেট

১৮ অক্টোবর ১৫ নভেম্বর পর্যন্ত টি ২০ বিশ্বকাপ

Spread the love

 

করোনা ভাইরাসের জেরে বন্ধ হয়ে রয়েছে ক্রিকেট। স্থগিত হয়ে রয়েছে আইপিএল। আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ বাতিলেরও খবরেরও গুঞ্জন উঠেছিল। তবে সেই গুঞ্জন উড়িয়ে দিয়ে বিশ্বকাপ সহ নিজেদের পুরো গ্রীষ্মের (ফেব্রুয়ারী পর্যন্ত) সূচি প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার (২৮ মে) ক্রিকেট অস্ট্রেলিয়া আনুষ্ঠানিক এক বিবৃতিতে পুরো গ্রীষ্মের ২০২০-২১ মৌসুমের নারী ও পুরুষ ক্রিকেট দলের আন্তর্জাতিক ক্রিকেটের সূচি প্রকাশ করেছে। আগামী আগস্টে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট শুরু করবে অস্ট্রেলিয়া। ৯ আগস্ট, ১২ আগস্ট ও ১৫ আগস্ট জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সূচি নির্ধারণ করেছে তারা। পরের মাসে অস্ট্রেলিয়া নারী দল যাবে নিউজিল্যান্ড সফরে। এরপর অক্টোবরে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে অজিরা। আগামী ৪ অক্টোবরে সিরিজের প্রথম ও ৯ অক্টোবর সিরিজের শেষ

টি-২০ খেলবে তারা। টি-২০ বিশ্বকাপের আগে ১১, ১৪ ও ১৭ অক্টোবর তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে ভারত। এরপর সূচি অনুযায়ী, ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত বসবে টি-২০ বিশ্বকাপের আসর। বিশ্বকাপের পরে ২১-২৫ নভেম্বর পার্থে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র দিবা

-রাত্রির টেস্ট খেলবে অজিরা। ডিসেম্বরের শুরু থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত ভারতের বিপক্ষে চার ম্যাচের টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সূচি রেখেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।জানুয়ারির শেষে কিউইদের বিপক্ষে তিনটি ওয়ানডে এবং ২ ফেব্রুয়ারি একমাত্র টি-২০ ম্যাচের সূচি নির্ধারণ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। করোনা সংকটের মধ্যে কাটে কি-না

অথবা করোনার প্রাদুর্ভাবের মধ্যেই সূচি অনুযায়ী খেলা চালিয়ে নেওয়া যায় কি-না সেটাই এখন দেখার বিষয়।

ক্রিকেট অস্ট্রেলিয়ার ঘোষিত সূচি হলো:-

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ

১ম ওয়ানডে : ৯ আগস্ট, ভেন্যু অনির্ধারিত

২য় ওয়ানডে : ১২ আগস্ট, ভেন্যু অনির্ধারিত

৩য় ওয়ানডে : ১৫ আগস্ট, রিভারওয়ে স্টেডিয়াম, টাউন্সভিলা

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ

১ম টি-টোয়েন্টি : ২৭ সেপ্টেম্বর, নর্থ সিডনি ওভাল, নর্থ সিডনি

২য় টি-টোয়েন্টি : ২৯ সেপ্টেম্বর, নর্থ সিডনি ওভাল, নর্থ সিডনি

৩য় টি-টোয়েন্টি : ১ অক্টোবর, নর্থ সিডনি ওভাল, নর্থ সিডনি

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ

১ম ওয়ানডে : ৫ অক্টোবর, রিভারওয়ে স্টেডিয়াম, টাউন্সভিলা

২য় ওয়ানডে : ৭ অক্টোবর, ক্যাজালি’স স্টেডিয়াম, কেয়ার্নস

৩য় ওয়ানডে : ১০ অক্টোবর, মেট্রিকন স্টেডিয়াম, গোল্ড কোস্ট

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ

১ম টি-টোয়েন্টি : ৪ অক্টোবর, রিভারওয়ে স্টেডিয়াম, টাউন্সভিলা

২য় টি-টোয়েন্টি : ৬ অক্টোবর, ক্যাজালি’স স্টেডিয়াম, কেয়ার্নস

৩য় টি-টোয়েন্টি : ৯ অক্টোবর, মেট্রিকন স্টেডিয়াম, গোল্ড কোস্ট

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ

১ম টি-টোয়েন্টি : ১১ অক্টোবর, গ্যাবা, ব্রিসবেন

২য় টি-টোয়েন্টি : ১৪ অক্টোবর, মানুকা ওভাল, ক্যানবেরা

৩য় টি-টোয়েন্ট : ১৭ অক্টোবর, অ্যাডিলেড ওভাল, অ্যাডিলেড

১৮ থেকে ১৫ নভেম্বর টি-টোয়েন্টি বিশ্বকাপ

আফগানিস্তানের বিপক্ষে টেস্ট

একমাত্র টেস্ট : ২১-২৫ নভেম্বর, পার্থ স্টেডিয়াম, পার্থ (দিবারাত্রি)

ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ

১ম টেস্ট : ৩-৭ ডিসেম্বর, গ্যাবা, ব্রিসবেন

২য় টেস্ট : ১১-১৫ ডিসেম্বর, অ্যাডিলেড ওভাল, অ্যাডিলেড (দিবারাত্রি)

৩য় টেস্ট (বক্সিং ডে) : ২৬-৩০ ডিসেম্বর, এমসিজি, মেলবোর্ন

৪র্থ টেস্ট : ৩-৭ জানুয়ারি, এসসিজি, সিডনি

ভারতের বিপক্ষে নারী দলের ওয়ানডে সিরিজ

১ম ওয়ানডে : ২২ জানুয়ারি, মানুকা ওভাল, ক্যানবেরা

২য় ওয়ানডে : ২৫ জানুয়ারি, জাংশন ওভাল, কিলডা

৩য় ওয়ানডে : ২৮ জানুয়ারি, ব্লান্ডস্টোন অ্যারিনা, হোবার্ট

ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ

১ম ওয়ানডে : ১২ জানুয়ারি, পার্থ স্টেডিয়াম, পার্থ

২য় ওয়ানডে : ১৫ জানুয়ারি, এমসিজি, মেলবোর্ন

৩য় ওয়ানডে : ১৭ জানুয়ারি, এসসিজি, সিডনি

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ

১ম ওয়ানডে : ২৬ জানুয়ারি, অ্যাডিলেড ওভাল, অ্যাডিলেড

২য় ওয়ানডে : ২৯ জানুয়ারি, মানুকা ওভাল, ক্যানবেরা

৩য় ওয়ানডে : ৩১ জানুয়ারি, ব্লান্ডস্টোন অ্যারিনা, হোবার্ট

একমাত্র টি-টোয়েন্টি : ২ ফেব্রুয়ারি, এসসিজি, সিডনি।

সূত্র: বিসিবি, ক্রিকেট ওয়াল্ড ।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »