জনস্বাস্থ্য বিশেষজ্ঞগণ কর্তৃক প্রস্তুতকৃত কারিগরি নির্দেশনা সম্বলিত পুস্তক (কোভিড-১৯) প্রকাশ করেছে

Spread the love

বলা হয়েছে এই পুস্তকে যাই থাকুন না কেন সরকার কর্তৃক সময়ে সময়ে ঘোষিত কঠোর, মধ্যম বা স্বল্প মাত্রার পদক্ষেপগুলো অবশ্যই যথাযথভাবে মেনে চলতে হবে ।

আস্তে আস্তে করোনার সাখে খাপ খাওয়াতে ও পরিস্তিতি স্বাভাবিক রাখার জন্য জনস্বাস্থ্য বিশেষজ্ঞগণ কর্তৃক প্রস্তুতকৃত কারিগরি নির্দেশনা সম্বলিত পুস্তক (কোভিড-১৯) প্রকাশ হয়েছে । যেখানে দেশের সেকল সেক্টর বিশেষ করে বাড়ি বা এপার্টমেন্টভবন, অফিস স্পেস, হোটেল, শপিং মল, ব্যাংক, রেস্টুরেন্ট, সেলুন, কৃষিজাত দ্রব্যবাজার ও গ্রামিণ হাট বাজার, পার্ক,  স্বাস্থ সেবা প্রতিষ্ঠান, মেডিকেল কোয়ারেন্টাইন এলাকা, রেল পথে যাত্রী পরিবহন, সড়ক পথে যাত্রী পরিবহন, নৌ-পথে যাত্রী পরিবহন, সিভিল এভিয়েশন, বাস, ট্যাকসি, ব্যক্তিগত গাড়ি, বিদেশ থেকে ফেরা বা দূরবর্তি স্থান থেকে আগত লোকজনের জন্য স্থানান্তর যানবাহন, রিকশা বা তিন চাকার যান, ওয়ার্ড, গ্রাম, পাড়া বা মহল্লা, প্রতিষ্ঠান, কলকারখানার জন্য স্বাস্থ্য বিধি, নির্মন শিল্প, ডাক বিভাগ, সরকারি অফিস, শিশু যত্নকেন্দ্র,  শিক্ষা প্রতিষ্ঠান, বৃদ্ধ নিবাস, কারাগার, মানসিক স্বাস্থ প্রতিষ্ঠান, প্রবীণ নাগরিক, গর্ভবতী মা, শিশু, শিক্ষার্থী, নিজ প্রয়োজনে চিকিৎসা প্রাপ্তি,  পুলিশ সদস্য, কোম্পানি স্টাফ, কাস্টমস, ড্রাইভার, কুরিয়ার সেবা, ইউটিলিটি সেবা প্রদানকারি প্রতিষ্ঠানের কর্মচারী, বাবুর্চি, নিরাপত্তা কর্মী,  স্যানিটেশন ব্যবস্থা কর্মী, পরিচ্ছন্নতা কর্মী, খাদ্য পরিবেশনকারী এসকল বিষয় স্বাস্থবিধির বিস্তারিত এই পুস্তকে অন্তর্ভুক্ত করা হয়েছে । বিস্তারিত পুস্তকটি https://dghs.gov.bd/index.php/bd/ ওয়েব সাইটে পওয়া যাবে ।

 

 

 

 



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »